ইউরোপ ব্যুরো:
বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের মানুষ ফিরে পাবে তাদের গণতান্ত্রিক অধিকার এই দৃঢ় প্রত্যয়ে ,বিএনপির ৪০ তম প্রতিষ্টাবাষিকী উপলক্ষে এক আলোচনা সভা করেছে ইতালির বলোনিয়া শাখা বি এন পি।
ইতালির বলোনিয়া শহরের স্থানীয় একটি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন নাজির আহমেদ এবং সভায় বি এন পীর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত বি এন পীর নেতা কর্মীরা…………………….
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
www.mktelevision.net/জাকির হোসেন সুমন/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/রফিক