কুয়েত প্রতিনিধি:
কুয়েত, আয়তনের দিক থেকে খুব বড় না হলেও দেশটিতে রয়েছে প্রচুর প্রবাসী। এখানে মোট জনসংখ্যার প্রায় ৭০ভাগ বিভিন্ন দেশের অভিবাসী, যার মধ্যে তিন লাখের বেশী রয়েছে বাংলাদেশী। বাংলাদেশীরা শ্রমিক হিসেবে এসে নিজ মেধাকে কাজে লাগিয়ে গড়ে তুলছে ব্যবসা, যা দেশের অর্থনীতিকে বেগবানের সাথে পরিবারের মুখে হাসি ফুটাচ্ছে।
এখানে কুয়েতীদের কাছ থেকে দোকান ভাড়া নিয়ে দোকান চালিয়ে থাকেন সকল প্রবাসীরা, আর সে সুযোগ হাত ছাড়া না করে নিজেদের সাবলম্বী করতে ব্যবসা গড়ে তুলেছেন অনেকেই। এদের মধ্যে মানিক মিয়া ২০০৬ সালে কুয়েতে আসেন। প্রথমে কুয়েতে আমেরিকান একটি সুপার মার্কেটে সুপারভাইজার হিসেবে কাজ শুরু করেন। বেশ কয়েক বছর পরে ২০১৭ সালে এক বন্ধুর সহযোগিতায় মাছের বাজারে ব্যবসার সাথে জড়িত হন…………………………
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
www.mktelevision.net/শেখ এহছানুল হক খোকন/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/রফিক