নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে মালদ্বীপের নিউ রেডিয়েন্ট ক্লাবকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশের বসুন্ধরা কিংস।
নিজেদের হোম ভেন্যুতে প্রথম বারের মত খেলতে নেমে প্রায় ২০ হাজার দর্শকদের হতাশ করেননি তারা।
ম্যাচের ১৭ মিনিটে দারুন গোল করে দলকে এগিয়ে নেন বিদেশী রিক্রুট বেলফোর্ট। এর মাত্র চার মিনিট পরেই গোল রক্ষককে বোকা বানিয়ে হেডের মাধ্যমে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক সবুজ। এবারও, গোলের নেপথ্যে ছিলেন বেলফোর্ট। তবে ম্যাচের ৪০ মিনিটে রেডিয়েন্ট একটি প্যানাল্টি পেলেও অধিনায়ক আলি ফাসির বসুন্ধরা কিংসসের জালে বল জড়াতে পারেনি। এতে ২-০ ব্যবধানেই প্রথমার্ধ শেষ হয়………………………
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
www.mktelevision.net/শাহিনুর রহমান/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/রফিক