বেনাপোল (যশোর) প্রতিনিধি:
যশোর শার্শা উপজেলার গিলাপোল গ্রামে চাঁদার দাবিতে কুখ্যাত মিলন বাহিনীর সদস্যরা খ্রিষ্টান সম্প্রদায়ের সলোমন দাসের (৪৩) বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এ সময় বাড়ির মহিলা ও বৃদ্ধদের পিটিয়ে আহত করেছে। পুলিশ এ ঘটনায় ৮ জনকে আটক করে।
জানা যায়, স্থানীয় কুখ্যাত মিলন বাহিনী দীর্ঘদিন ধরে সলোমনের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। সলোমন চাঁদা দিতে রাজি না হওয়ায় শনিবার রাত সাড়ে ১০টায় মিলন বাহিনী তার দলবল নিয়ে বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও মারপিট করে। এসময় তারা স্বর্ণালংকার, মোবাইল সেট ও টাকা লুট করে নিয়ে যায়। গ্রামের লোকজন ভয়ে তাদের সাহায্যে এগিয়ে আসেনি………………………………….
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
www.mktelevision.net/আয়ুব হোসেন পক্ষী/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/রফিক