ব্যুরো প্রধান (চট্টগ্রাম):
দরজায় কড়া নাড়ছে কোরবানীর ঈদ। এ ঈদকে সামনে রেখে শেষ মুহুর্তে চট্টগ্রামে জমে উঠেছে কোরবানীর পশুর হাঁট। সোমবার চট্টগ্রামের সবচেয়ে বড় পশুর হাট বিবিরহাটে ভালো দাম পাওয়ার আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর গরু–ছাগল বিক্রির জন্য নিয়ে এসেছে বিক্রেতারা এবং ভালো বিক্রি হচ্ছে বলে জানান তারা। বাজারে বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি গরুর চাহিদা এবং দাম কিছুটা বেশি ছিলো। সব মিলিয়ে গেলো বছরের তুলনায় এ বছর গরুর দাম সহনশীল পর্যায়ে রয়েছে বলে ক্রেতা ও বিক্রেতারা জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে কোরবানীর হাটে অত্যাধুনিক মেশিন নিয়ে জাল টাকা সনাক্তকরণের লক্ষ্যে একটি বুথ খোলা হয়েছে। এছাড়া পশুর হাটে ছিনতাই ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সার্বক্ষনিক নিযুক্ত করা হয়েছে…………………….
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
www.mktelevision.net/মোহাম্মদ ফিরোজ/রাজীব চক্রবর্তী/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/রফিক