পার্বতীপুর প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে মানুষিক ভারসাম্য হারিয়ে শাহাজান আলী (৪৭) নামে এক ব্যক্তি দীর্ঘ দিন যাবৎ শিকলে বন্দী জীবন যাপন করছে। জানা যায়, উপজেলার মমিনপুর ইউনিয়নের দোয়ানিয়া এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে ভ্যান চালক শাহাজান আলী গেল ৪বছর আগে হঠাৎ মানষিক রোগে আক্রান্ত হলে স্থানীয় ডাক্তার ও কবিরাজের চিকিৎসা করেন তার পরিবার।
পরিবার সুত্রে জানা যায়, সুযোগ পেলেই শাহাজান মানুষের উপর চড়াও হয়ে আঘাত কারার পাশাপাশি পড়নে কোন কাপড় না রাখায় বাধ্য হয়ে শিকল দিয়ে আটকে রেখেছেন তারা। ২ মেয়ে ১ছেলেসহ ৫ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি দিনমজুর শাহাজান অসুস্থ্য হওয়ায় পরে টাকার অভাবে আর সুচিকিৎসা হয়নি তার………………………………….
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
www.mktelevision.net/আব্দুল্লাহ আল মামুন/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/রফিক/এস রহমান