ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
কম খরচে ফলন বেশী পাওয়ায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ধান চাষীরা এই প্রথম বারের মত সাড়ে ৫ শত হেক্টর জমিতে বি আর-৪৮ আউশ ধান আবাদ করে লাভের মুখ দেখেছেন। এদিকে কাটা মাড়াই শুরু করে ফলন ভালো ও দাম বেশি পাওয়ায় খুশি কৃষকরা। আর আশানুরুপ ফলন পাওয়ায় বি আর-৪৮ আউশ ধান আবাদে আগ্রহ বেড়েছে এলাকার কৃষকদের।
উপজেলাটি বরেন্দ্র এলাকা ঘোষনা হওয়ায়, খরা মৌসুমে পানির স্তর নেমে গেলে, বছরে আমন আবাদের পর ভাল ফলন ফলাতে পারতো না কৃষকরা। এদিকে উপজেলা কৃষিস্প্রসারন অফিসের সহযোগিতায় সরকারি ভাবে কৃষি প্রনোদনা সরবরাহ করা হয় কৃষকদের মাঝে। বৃষ্টি নির্ভর এই বি আর-৪৮ আউশ ধান আবাদে এক শত দশ দিনেই ভালো ফলন পাচ্ছে কৃষকরা। বিঘা প্রতি ধান পাচ্ছেন ১৫ থেকে ১৬ মন। খরচ বাদ দিয়ে প্রতি বিঘায় ৮ থেকে ১০ হাজার টাকা লাভ হচ্ছে চাষিদের। জমির কাঁচা খড়, গো-খাদ্য হিসেবে বিক্রি করে বিঘা প্রতি বাড়তি আয় করছে ৪ থেকে ৫ হাজার টাকা।…………………………………………
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
www.mktelevision.net/মীর হান্নান/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/রফিক