গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গার সাকোয়া ব্রীজ এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শামসুল ইসলাম নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছে, এ সময় দুই পুলিশ কর্মকর্তাসহ ৬ পুলিশ সদস্য আহত হয়।
নিহত শামসুল ইসলাম উপজেলার বেতকাপা ইউনিয়নের ছাতারপাড়া গ্রামের মৃত নছিম উদ্দিনের ছেলে। পলাশবাড়ী থানার এসআই আলা উদ্দিন জানান, শামসুলের বিরুদ্ধে ১১টি ডাকাতি মামলা রয়েছে। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। সম্প্রতি তিনি গোপনে বাড়ীতে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে নিজবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।………………………………………….
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
www.mktelevision.net/খালেদ হোসেন/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/রফিক