ডেক্স রির্পোট:
দিনাজপুরের পার্বতীপুরে দুটি কিডনি অচল হওয়ায় জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে চন্ডিপুর ইউনিয়নের ছোট হরিপুর হিন্দুপাড়া এলাকার দিনমজুর বকুল চন্দ্র রায়ের পুত্র মেধাবী ছাত্র প্রদীপ চন্দ্র রায়(২২)।
তাকে বাঁচাতে প্রায় ১৫ লক্ষাধিক টাকা প্রয়োজন বলে জনিয়েছেন চিকিৎসক। যা অস্বচ্ছল দিনমজুর পরিবারের পক্ষে এ বিপুল অর্থের ব্যায়ভার বহণ করা সম্ভব নয়। সপ্তাহে দুইবার ডায়ালাইসিস করাতে ইতোমধ্যে সহায় সম্বলহীন হয়ে পড়েছে পরিবারটি। লেখাপড়ার পাশাপাশি ক্রিড়া অঙ্গনেও অত্র অঞ্চলে তার সুপরিচিতি রয়েছে। সে স¦ুস্থ্য হয়ে আবার মাঠে ফিরবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
তাকে সাহায্যের জন্য যোগাযোগ করুন ০১৭২৪১৩৭৫০৬ (প্রদীপের মামা) এই নাম্বারে।
সঞ্চয়ী হিসাব নং- অ/ঈ: ৭০১৭০১৮৭১৭৭০২ (উইইখ)। ডাচ বাংলা ব্যাংক
মেধাবী ছাত্র প্রদীপকে বাঁচাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সমাজের বিত্তবানসহ দেশবাসীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তার পরিবার ও স্থানীয়রা। তাদের আশা সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসবে।
www.mktelevision.net/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/রফিক