নীলফামারী প্রতিনিধি:
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জলঢাকার ফাদুর দর্গা থেকে ডোমার পর্যন্ত খানা খন্দকে ভরা ১২ কিলোমিটার দীর্ঘ ও ডোমার বাসষ্ট্যান্ড থেকে দেবীগঞ্জ মহা সড়কের ৬ কিলোমিটার সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। একটু পানি হলে খানা খন্দকে ভরা সড়কে হাটু পানি জমে থাকে। তবুও থেমে নেই যান চলাচল। প্রতিনিয়ত জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে যাত্রীবাহী বাস, মিনিবাস, পন্যবাহী ট্রাক, ভ্যান, রিক্সাসহ বিভিন্ন যানবাহন। গুরুত্বপুর্ন এ সড়ক দুটি সংস্কারের উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।………….
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
www.mktelevision.net/শাহিনুর রহমান/হাবিব ইফতেখার/শাহিনুর/রফিক/মৌরী