ব্যুরো প্রধান (ইউরোপ):
ইতালির মিলানে বাংলাদেশী যুবক সামসুল হক স্বপনকে নির্মমভাবে হত্যা করায় বাংলাদেশী কমিউনিটি মিলানের পক্ষ থেকে তীব্র নিন্দা ও বিচারের দাবীতে র্যালী ও সমাবেশ অনুষ্টিত হয় ।
র্যালিটি পিয়াচ্ছা কায়াচ্ছো থেকে বের হয়ে মিলানোর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে, মিলান সেন্ট্রাল ষ্টেশনে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ খুঁনিদের গ্রেফতার করায় ইতালিয়ান প্রশাসন কে ধন্যবাদ জানান এবং অবিলম্বে খুঁনিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন।
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
www.mktelevision.net/জাকির হোসেন সুমন/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/রফিক