ষ্টাফ রিপোর্টার (কাতার) :
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কাতারে ফিরোজ গানেমে বাংলাদেশী মালিকানাধিন প্রতিষ্ঠান আল সমুদ সুপার মার্কেটের শুভ উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন ইউনিটি গ্রুপের চেয়ারম্যান হাফেজ মোনায়েম আব্দুল মান্নান, মন্দুক মোতাক্কেলসহ ইউনিটি গ্রুপের সকল নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন চার স্বত্বাধিকারী ইমাম উদ্দিন খোকন, নূর উদ্দিন, নাজিম উদ্দিন, ও কামাল হোসেন।
এ সময় স্বত্বাধিকারীগণ বলনে প্রবাসী বাংলাদেশীদের সুলভ মুল্যে তাজা শাক সবজি বাংলাদেশী তাজা মাছ মাংস সবরাহ করাই আমাদের মূল লক্ষ, সল্প মুল্যে আমরা বাংলাদেশীদের জন্য প্রেস শাকসবজি সুব্যবস্থা করেছি।
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
www.mktelevision.net/ইউছুফ পাটোয়ারী/হাবিব ইফতেখার/রফিক/মোস্তাফিজুর/ইফতেখার