বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে মেঘদূত সংঘকে ৩ উইকেটে পরাজিত করে জয়লাভ করে স্পোর্টস জোন বগুড়া।
টসে জিতে মেঘদূত সংঘ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্দ্ধাতির ৪২ওভারে ৬উইকেট হারিয়ে তারা ২২৫ রান সংগ্রহ করে।
দলের পক্ষে সর্বোচ্চ ১১৬ বলে ১১৮ রান করে রাকিন, সাওন-৩০ (৩২) ও সাজিদ-২৪(৩৯) রান করে।
প্রতিপক্ষের বোলার রাকিব-২টি, অনিক, বাবলা ও তৌহিদ-১টি করে উইকেট লাভ করে।
জবাবে ব্যাট করতে নেমে স্পোর্টস জোন বগুড়া ৩৯.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩০ রান করে। দলের পক্ষে সাব্বির- ৭৯ (৭৫), রাজিব-৩১ (২৮), অনিক-৩১ (২৬) ও রাশেদ-২৫ (৪২) রান করে। প্রতিপক্ষের বোলার- শিশির-৩টি, শাহবাজ, সেতু ও মুন্না-১টি করে উইকেট লাভ করে।
খেলায় স্পোর্টস জোন এর সাব্বির ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। ম্যাচ পরিচালনা করেন- ওয়ালি ও বিপুল।
আগামীকালের খেলায় জ্বলেশ্বরীতলা ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে ক্রিকেট ক্লাব অব মালতিনগর।
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
www.mktelevision.net/গোলাম রাব্বানী/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/রফিক