ইউরোপ ব্যুরো প্রধান :
‘সুন্দর একটি বাংলাদেশের প্রত্যাশায়’ ইউরোপ প্রবাসী বাংলাদেশ এসোসিয়েশন (ইপিবিএ) কেন্দ্রীয় কমিটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে ইপিবিএ ইতালী শাখা।
রোমের তরপিনাত্তারায় ইপিবিএ ইতালী শাখার সভাপতি লায়লা শাহ‘র সভাপতিত্বে এবং জসিম উদ্দিন মজুমদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা আতিয়া রসূল কিটন, কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিত্ব আব্দুর রশিদ।
এসময় বক্তব্য রাখেন, ইপিবিএ ইতালী শাখার সহ সভাপতি শামিমা জামান, ফাতিমা কবির বেবি, সহ সাধারণ সম্পাদক আবদুর রহিম রবিন, সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন হাসান এবং মহিলা সম্পাদক তাহমিনা আকতার।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানেক্ট বাংলাদেশ, ইতালীর সভাপতি আঁখি সিমা কাউছার, সামাজিক ব্যক্তিত্ব সাইফুল ইসলাম, মাহবুবুর রহমান, নীলুফার আকতার নীলাসহ আরো অনেকে।
বক্তারা বলেন, ইপিবিএ ইউরোপ প্রবাসীদের সংগঠন, যেখান থেকে সমগ্র ইউরোপ ব্যপি প্রবাসীদের অধিকার আদায় করা সম্ভব।
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
www.mktelevision.net/