স্টাফ রিপোর্টার:
নীলফামারীর সৈয়দপুরে সরকারীভাবে মুক্তিযুদ্ধে শহীদদের নামের তালিকা প্রকাশের দাবিতে পালিত হয় স্থানীয় শহীদ দিবস।
১৯৭১ সালের ১২ এপ্রিল রাতে সৈয়দপুর শহরের ১৫০ জন মুক্তি সংগ্রামী, রাজনৈতিক ও পেশাজীবিদেরকে রংপুরের নিসবেতগঞ্জে ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যার পর সেখানেই একসংগে সবাইকে মাটি চাপা দেয় পাকিস্থানী হানাদার বাহিনী ।
এরপর ৭১ সালের ২৪ মার্চ রাতে পাক বাহিনী প্রতিরোধ সংগ্রামী নেতৃত্বদানকারী এসব মুক্তিকামীদের ধরে এনে সৈয়দপুর সেনানিবাসে বন্দি করে এবং তাদের ওপর চালানো হয় নিষ্ঠুর নির্যাতন। হত্যাযজ্ঞের এ দিনটিকে স্মরণে শহীদ সন্তানদের সংগঠন প্রজন্ম ৭১ ও রণিকা পরিষদের, উদ্যোগে কালো ব্যাজ ধারন, শহরে কালো পতাকা উত্তোলন, স্মৃতি অম্লান, শ্রদ্ধা নিবেদন শেষে শহরে শোক র্যালী এবং স্মৃতি অম্লান চত্ত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
www.mktelevision.net/আফরোজ আহমেদ সিদ্দিকী (টুইংকেল)/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/রফিক