ইতালী প্রতিনিধি :
ইতালিতে ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ারের সভাপতিত্বে মেসত্রের ‘সালা কলবে’ মিলনায়তনে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান এবং ভেনিস বাংলা স্কুল সম্মাননা এওয়ার্ড ২০১৮ প্রদান করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান হয়। এ সময় বক্তব্য রাখেন, ভেনিস পৌরসভার কর্মকর্তা মারতা আনসেলমি (গধৎঃধ অহংবষসর), ভেনিস বাংলা স্কুলের সহসভাপতি এম ডি আকতার উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আক্তার, নাগরিক কমিটির সভাপতি আবুল কাশেম শিকদার, ভৈরব ঐক্য পরিষদের মহিলা সম্পাদিকা দোলনা জাবেদ।…………..
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
www.mktelevision.net/জাকির হোসেন সুমন/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/রফিক