চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গার জীবননগরে প্রেমের ফাঁদে ফেলে এক এসএসসি পরীক্ষার্থী গণধর্ষণের শিকার হয়। প্রধান ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গেল ১১ ফেব্র“য়ারি বিকেলে জীবননগর উপজেলার রাখালশাহ গ্রামের আব্দুস সালামের ছেলে আরিফ তার প্রেমিকাকে মোবাইল ফোনে খয়েরহুদা গ্রামে ডাকে। তারপর আরিফ বোনের বাড়ি নেওয়ার কথা বলে এসএসসি পরীক্ষার্থীকে খয়েরহুদা গ্রামের একটি মাঠের মধ্যে বাগানে নিয়ে যায়।
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
mktelevision.net/আব্দুর রহমান/হাবিব ইফতেখার/শাহিরুর/মৌরী/রফিক