কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ চরএলাহী চেয়ারম্যান বাহিনীর ক্যাডার কর্তৃক ২ যুবকের উপর হামলা ও মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠে।
রোববার দুপুর ১টায় উপজেলার চরএলাহী ইউপির ৮নং ওয়ার্ডের গাংচিল কিল্লার বাজার আওয়ামীলীগ অফিসে এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুত্বর আহত হয়, চরএলাহী ইউপির ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুল করিম (৩৫) ও মনির (২০)। আহতদের সূত্রে জানা যায়, চরএলাহী ৮নং ওয়ার্ডের বেলাল (২৫), আদর্শ কলোনীর মান্নান (২৫), রুবেল (২২), দধি ব্যবসায়ী রুহুল আমিনের ছেলে সেলিম (৩৫), চাইনিজ কুড়াল, পাইপগান, কিরিচ, রডসহ অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়।
mktelevision.net/হাসান ইমাম রাসেল/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/রফিক