সেনবাগ প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউপির মইজদীপুর গ্রামের মোরশেদ আলমের পুত্র ও হাজী মোকসুদুর রহমান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র আবু শাকের শাহীন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালিত হয়।
রোববার সকালে দিলদার মার্কেটে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার সর্বস্তরের জনগণ, শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও বাজার ব্যবসয়ীসহ হাজী মোকসুদুর রহমান। মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল আনোয়ার কামরুল, নিহত স্কুল ছাত্রের পিতা মোরশেদ আলম, বাজার কমিটির সভাপতি বীরমুক্তিযুদ্ধা সোলাইমান বাহান, আওয়ামীলীগ নেতা সাইদুজ্জামান স্বপন, ইতালী প্রবাসী জাহিদ হোসেন, স্থানীয় ইউপির যুবলীগ সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, যুবলীগ নেতা মামুন ও উপজেলা ছাত্রলীগ সভাপতি ফিরোজ আলম রিগান।
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
mktelevision.net/মোঃ হারুন/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/রফিক