লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধায় হাসান ট্্েরর্ডাস নাইট ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
শুক্রবার রাতে সানিয়াজান ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব হাসমত উল্ল্যাহ। আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য এরশাদ উল্লাহ শাকিল, বিশিষ্ট সমাজ সেবক হাসমত উল্লাহ, প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সাধারণ সম্পাদক নূরল হকসহ আরো অনেকে। খেলা পরিচালনা করেন, বিলাস, ছানোয়ার হোসেন এবং খেলা সঞ্চালনা করেন, মাহমুদুল হাসান তুহিন। খেলায় বড়খাতা দলকে ২১ রানে পরাজিত করে জয় লাভ করে সানিয়াজান দল।
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
mktelevision.net/শাহারুপ সুমন/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/রফিক