কাতার প্রতিনিধি:
কাতারস্থ সোনাগজী সমিতির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচন সভা অনুষ্ঠিত হয়।
তৌহিদুল ইসলাম রাসেলের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মোকারম আলী চৌধুরী শাহাদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সাইয়েদ, সুভেচ্ছাহ দুত হিসেব উপস্থিত ছিলেন খোরসেদ আলম ভূঁইয়া।
অনুষ্টানে বক্তব্য রাখেন জসীম উদ্দিন পাটোয়ারী, মাইনুদ্দিন হোসেন, সেলিম, আবু হানিফ, কামাল উদ্দিন মেম্বার, মোতাহের হোসেনসহ আরো অনেকে।
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
mktelevision.net/ইউসুফ পাটোয়ারী/হাবিব ইফতেখঅর/শাহিনুর/রফিক/এস রহমান