কাতার প্রতিনিধি:
কাতারে প্রতি বছরের ন্যায় এবারও প্রায় ৭,০০০ সাত হাজার লোকের জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয়।
মেজবান অনুষ্টানে আল-মাহান্নাদি গ্রুপের সি,ই,ও তরুন ব্যবসায়ী এনামুল হক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাতার সরকারের নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল মামুন, নাছির উদ্দিন চৌধুরী, মোস্তফা কামাল, মোঃ ফোরকান, মোঃ হারুন, আব্দুল জলিল, মোঃ আরিফ, হাসেম, রহিম পারভেজ, মান্নানসহ প্রবাসীরা। মেজবানের সার্বিক তত্বাবধানে ছিলেন ডাঃ আব্দুল মান্নান। আয়োজক মোঃ এনাম বলেন, প্রবাসীদের বড় একটি অংশ চট্টগ্রামের। তাছাড়া সকল প্রবাসী বাংলাদেশিকে একত্রিত করে সৌহার্দ্যপূর্ণ মিলন-মেলায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আতিথেয়তা তুলে ধরাই মূলত এর লক্ষ্য ও উদ্দেশ্য।
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
mktelevision.net/ইউসুফ পাটোয়ারী/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/রফিক