কাতার প্রতিনিধি:
আগামী ০৯ই ফেব্রুয়ারি ২০১৮ কাতারে দোসারি পার্কে জালালাবাদ এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সফল করার লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
স্টার অব ঢাকা রেস্টুরেন্টে সংঠনের সভাপতি সিসি নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উদযাপন কমিটির আহ্বায়ক আবু তাহের। সদস্য সচিব আহমেদ মালেক, সিরাজুল ইসলাম শাহিন, সরিফুল হক সাজুসহ এসোসিয়েসনের নেতৃবৃন্দ। বনভোজনে অংশগ্রহণে আগ্রহী সবাইকে উদযাপন কমিটির নেতৃবৃন্দ থেকে টিকেট সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয়।
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
mktelevision.net/ইউসুফ পাটোয়ারী/হাবিব ইফতেখার/শাহিনুর/রফিক/মৌরী