লালমনিরহাট প্রতিনিধি:
সীমান্তে হত্যাকান্ড ক্রমান্বয়ে কমে আসছে। যেখানে এর আগে ছিল ৫০ থেকে ৫১ জন সেখানে গেল বছরে তা কমে ২০ থেকে ২১জনে দাঁড়িয়েছে।
লালমনিরহাটে জনসচেতনতামূলক সভা ও কম্বল বিতরন অনুষ্ঠানে এসে একথা বলেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো:আবুল হোসেন এনডিসি পিএসসি। তিনি আরো বলেন, সীমান্ত এলাকার লোকজন সহযোগীতা করলে সীমান্তে অপরাধপ্রবণতা কমে যাবে।
পাটগ্রাম উপজেলার জমগ্রাম স্কুল মাঠে সীমান্ত এলাকার লোকজনের সাথে সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা, মাদক দ্রব্যের কুফল, নারী ও শিশু পাচার প্রতিরোধ এবং চোরাচালান নিরোধ বিষয়ে আলোচনা শেষে ৫শতাধিক অসহায় ও দরিদ্র জনসাধারণের মধ্যে কম্বল বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল একেএম সাইফুল ইসলাম, ৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে;কর্ণেল মো:মাহফুজ উল বারী, লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফসহ আরো অনেকে।
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
mktelevision.net/সুমন খান/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/রফিক