কাতার প্রতিনিধি:
কাতারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাণিজ্যিক শহর নাজামার প্রাণকেন্দ্রে প্রবাসীদের সুলভ মুল্যে দেশীয় রকমারি খাবারের স্বাদ দিতে নতুন করে যাত্রা শুরু করেছে বাংলাদেশী অভিজাত রমনা রেস্টুরেন্ট।
সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেষ্টুরেন্টের ৬ স্বত্বাধিকারী ফারুক আজম, হুমায়ুন সজীব, দিদারুল আলম, ওসমান গানি, সওকত হোসাইন, মনিরুল ইসলামসহ বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ স্বত্বাধিকারীগন বলেন খাবারের গুণগত মান রক্ষা করে স্বাদে সবার চেয়ে সেরা হতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
mktelevision.net/ইউসুফ পাটোয়ারী/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/রফিক