লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত হতে আব্দুল লতিফ (২৫) নামে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ।
অপরদিকে বিএসএফ’র নির্যাতনে আজম আলী (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়ে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহত আযম আলী বুড়িমারী ইউনিয়নের উফারমারা গ্রামের নজরুল ইসলামের ছেলে। এবং আটক হওয়া আব্দুল লতিফ নওগাঁ জেলার আত্রাই উপজেলার রফিকুল ইসলামের ছেলে।
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
mktelevision.net/সুমন খান/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/রফিক