সৌদিআরব প্রতিনিধি:
সৌদিআরব আসির প্রদেশের খামিছ মোশায়েতে মহান বিজয় দিবস পালিত হয়।
সৌদিআরব খামিশ মোশায়েতের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জাকির হোসেনের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সজীব খানের সভাপতিত্বে শহিদুল আলম সুজ্জলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ সাদেকুল ইসলাম সাদেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক হাবিবুর রহমান, হুমায়ুন কবির, হারুণসহ আরো অনেকে।
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
mktelevision.net/মোহাম্মদ ফিরোজ/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/রফিক