ঘোড়াঘাট প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে কতিপয় প্রভাবশালি ব্যক্তি হিন্দু সম্প্রদায়ের শশ্বানঘাটের জমি আত্বসাত করায় সাংবাদিকদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দিনাজপুরের ঘোড়াঘাট প্রেসক্লাবে হিন্দু সম্প্রদায়ের শশ্বানঘাটের কমিটির সভাপতি রতন চক্রবতি এক সাংবাদিক সম্মেলন করেন। সম্মেলনে সকল ইলেট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ঘোড়াঘাট পৌর এলাকার সাহেবগজ্ঞ করতোয়া নদী সংলগ্নো হিন্দু সম্প্রদায়ের ৮৬শতক জমি শশ্বানঘাট হিসাবে দীর্ঘ দিন ধরে ব্যবহার হয়ে আসছিল। এমতাবস্থায় সরকারী ভাবে শশ্বানঘাটটি সং¯কারের জন্য ৭ই নভেম্বর স্থানিয় প্রশাসন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার টি এম এ মমিন ও পৌর মেয়র আঃ ছাত্তার মিলনসহ হিন্দু সম্প্রদায়ের লোকজন শশ্বানঘাটের ভিত্তি প্রস্তর উদ্ভোধন করেন।
উল্লেখ্য যে, কতিপয় সার্থন্যাশি ব্যক্তি সংখ্যালগুদের জমিতে শশ্বানঘাটের ভিত্তি রাতের অন্ধকারে ভেংগে দেয়।
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
mktelevision.net/সামসুল ইসলাম সামু/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/রফিক