হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে ডাকাতির প্রস্তুতির সময় দুইজন ডাকাতকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার রাতে উপজেলার দূর্জনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র হাসুয়া, রামদা, চাকুসহ ফেন্সিডিলের বোতল উদ্ধার করা হয়। আটককৃতরা হলো- হাকিমপুর উপজেলার জাংগই গ্রামের শামসুর রহমানের ছেলে রুবেল মিয়া (২৫) ও মহেশপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে আলমগীর হোসেন (২৩)। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুস সবুর জানান, সোমবার রাত সাড়ে ১০ টার দিকে দূর্জনপুর এলাকায় রাস্তায় ডাকাতির প্রস্তুতির সময় পুলিশ সংঘবদ্ধ ওই ডাকাত দলকে ধাওয়া করে। অন্যরা পালিয়ে গেলেও রুবেল ও আলমগীর আটক হয়।
এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
mktelevision.net/আকতার হোসেন বকুল/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/রফিক