ষ্টাফ রিপোর্টার সৈয়দপুর (নীলফামারী):
নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের স্ত্রী ইসমত আরার (৪০) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৭ ডিসেম্বর) সকালে সৈয়দপুর শহরের কয়ানিজপাড়া মহল্লার নিজ বাসার পিছনে প্রায় ৫০ গজ দূরে একটি নিমানাধীন বাসার একটি কক্ষ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। লাশের পাশে খুনের জন্য ব্যবহৃত বটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী শফিকুল ইসলাম ও ছোট ভাই স্কুল শিক্ষক সফিয়ার রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এ ব্যাপারে নীলফামারী পুলিশ সুপার (অতিরিক্ত) এ বিএম আতিকুর রহমান জবাই করা লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার তথ্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
mktelevision.net/আফরোজ আহমেদ সিদ্দিকী (টুইংকেল)/হাবিব ইফতেখার/শাহিনুর/রফিক/মৌরী