পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
২০-জয়পুরহাট, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেচঁড়া সীমাস্ত এলাকা থেকে ভারতীয় আমদানী-নিষিদ্ধ ৩শ ২৯ বোতল ফেন্সিডিল ও অন্যান্য মাদক দ্রব্য উদ্ধার করে।
আটাপাড়া কোম্পানী কমান্ডার জুলফিকার আলী জানায়, বৃহস্পতিবার ভোর রাতে কিছু চোরাকারবারিরা ভারত থেকে মাদক গুলো সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করতে গেলে বিজিবির টহল দলের সদস্যর উপস্থিতি ঠের পেলে তা ফেলে পালিয়ে যায়। পরে উক্ত মাদকদ্রব্য গুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসা হয়। উদ্ধারকৃত মাদক গুলো ধ্বংসের জন্য ব্যাটালিয়নে জমা দেওয়া হয়েছে। যার আনুমানিক সিজার মুল্য লক্ষাধিক টাকা
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
mktelevision.net/আকতার হোসেন বকুল/হাবিব ইফতেখার/শাহিনুর/রফিক/মৌরী