ডেক্স রিপোর্ট:
দিনাজপুরের পার্বতীপুর থেকে নাটকীয় কায়দায় অপহৃত ৬ বছরের শিশুকন্যা কারিমা আক্তার লুনাকে উদ্ধার করলো পুলিশ। অপহরনকারী আটক।
সোমবার ভোরে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে কুড়িগ্রামের উলিপুর থানার থেতরা ইউনিয়নের দুর্গম চরাঞ্চল থেকে জনৈক মনসুর আলীর বাড়ী থেকে শিশুকন্যাটিকে উদ্ধার করা হয়। উদ্ধার কাজে যৌথভাবে অভিযান চালিয়েছে পার্বতীপুর ও উলিপুর থানা পুলিশ। ঘটনাস্থল থেকে অপহরনকারী মহিলা নুরজাহানকে আটক করে পার্বতীপুর মডেল থানায় আনা হয়। অপহৃতা কারিমা আক্তার লুনা দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের কামরুজ্জামান দুলালের শিশুকন্যা।
উল্লেখ্য যে, গেল শুক্রবার রাত ২ টায় দাদী আছমা খাতুন ও বড়বোন কামরুন নেছার পাশে ঘুমন্ত অবস্থায় শিশুটিকে অপহরন করা হয়। এই কাজের জন্য অপহরনকারী মহিলা নূরজাহান তাদের ঘরের খাটের নীচে নাওয়া-খাওয়া বাদ দিয়ে দু’রাত ধরে আত্মগোপন করে ছিল। অপহরনের পর মোবাইল ফোনে অপহৃতার পিতার নিকট ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে।…………………………..
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
mktelevision.net/ষ্টাফ রির্পোটার/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/রফিক