জেদ্দা(সৌদি আরবের ) প্রতিনিধি:
সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশি অধ্যুষিত গুরাইয়া, গুলাইল ও আল বালাদে রাস্তার পাশে ছোট ছোট দোকানে পশরা সাজিয়ে বসে আছে বাংলাদেশী দোকানীরা। শাক, সবজি, আলু, টমেটো, লাউ সহ সকল ধরনের সবজির এ যেন বিপুল সমাহার। কি নেই এখানে? গোস্তের দোকান থেকে শুরু করে বিভিন্ন রকমের মিঠা পানির রুই, কাতল, বোয়াল, চিতল, ইলিশ, চিংড়ি, বাইমসহ নানা রকমের মাছের বাজার। সেই সাথে আছে নানা রকম চেপা, শুটকি মাছ। চুল কাটার শেলুন, গার্মেন্টসসহ রকমারি সকল জিনিসপত্র। এসব দেখে মনে হয় এ যেন আরেক বাংলাদেশ। বাজারে আগতদের খাবারের জন্য রয়েছে বাংলাদেশী হোটেল। সেই সব হোটেলে দেশী সকল রকমের খাবার পাওয়া যায়। তবে এই বাংলাবাজারে বাংলাদেশী লোকজনের পাশাপাশি ভারত, ফিলিপাইন, পাকিস্তানসহ সব দেশের লোকজন বাংলাদেশী পণ্য কিনছে।……………………
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
mktelevision.net/মোহাম্মদ ফিরোজ/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/রফিক