পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জন্ম থেকেই অন্ধ, চোখে দেখতে না পারলেও অদম্য শক্তিতে পড়াশুনা থেকে পিছিয়ে নেই জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার প্রীতি কিসপট্টা ও মেহেদী হাসান। দু’জনই অংশ নিয়েছে এবছরের অনুষ্ঠিত পিএসসি পরীক্ষায়।
শুধু লেখাপড়া নয়, নিত্যদিনের সব কাজেই পারদর্শী তারা। জীবনের সব বাধা পেরিয়ে প্রতিষ্ঠিত হবার স্বপ্ন তাদের। পরিবারের চাওয়া পড়ালেখা করে একদিন সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে তাদের সন্তান। ভাগ্যের নির্মম পরিহাস সুন্দর এ পৃথিবীর আলো বাতাস সবই পাচ্ছে কিন্তু তা দৃষ্টি দিয়ে দেখা থেকে তাদেরকে রেখেছে অনেক দূরে। চোখ থেকেও নেই দৃষ্টি শক্তি, তবে সুস্থ্য-সবলদের মতো জীবন চলার নিরন্তর সংগ্রাম আছে তাদের মধ্যেও।…………………..
আকতার হোসেন বকুল/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/রফিক