জেদ্দা (সৌদি আরব) প্রতিনিধি:
বিদেশে পড়াশুনা করতে আগ্রহী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহনে সরাসরি ভর্তির সুযোগ করে দিতে প্রথমবারের মতো বাংলাদেশে যাচ্ছে, ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া নামে তিনটি সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। সঙ্গে থাকছে সরকারি অধীভূক্তি বিশ্ববিদ্যালয় মাল্টিমিডিয়া।
পচিশ ও ছাব্বিশ নভেম্বর ঢাকায় এবং আঠাশ ও উনত্রিশ নভেম্বর চট্রগ্রামে শিক্ষা মেলায় অংশ নেবে প্রতিনিধি দল।
মোহাম্মদ ফিরোজ/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/রফিক