পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :
পল্লীবিদ্যুৎ সাব-জোন কেন্দ্র ও আবাসিক ভবন নির্মান করে পানি যাতায়াতের (ছোট ড্রেন) পথ বন্ধ হওয়ার ফলে কয়েক হাজার একর মাঠের ফসল এখনও পানি বন্দি অবস্থায় রয়েছে। যারফলে একদিকে যেমন কৃষকের ধান কাটার সমস্যা হচ্ছে অপর দিকে রবি ফসলের সময়ও পার হয়ে যাবে। একারনে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও প্রতিকার না পেয়ে এলাকার কৃষকরা পাকা রাস্তায় বসে প্রতিবাদ করে।
…………………….
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
mktelevision.net/আকতার হোসেন বকুল/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/রফিক