ষ্টাফ রিপোর্টার সৈয়দপুর (নীলফামারী):
সরকারের সকল প্রকার সুযোগ-সুবিধা ভোগ করলেও নীলফামারীর ৪টি ছিটমহলের অধিবাসীরা এখনও পায়নি স্মাট কার্ড। অপরদিকে উচ্চ আদালতের আদেশে ওইসব ছিটমহলের ভোটার তালিকা কার্যক্রম স্থগিত করায় বঞ্চিত হয়েছে তাদের ভোটাধিকার।
আমাদের ষ্টাফ রিপোর্টার আফরোজ আহমেদ সিদ্দিকী টুইংকেলের পাঠানো তথ্য চিত্রে দেখুন একটি ডেক্স রিপোর্ট……………..
নীলফামারী জেলার ডিমলা উপজেলার টেপাখড়ি বাড়ী, গয়াবাড়ী ও খগা খড়িবাড়ী ইউনিয়নের মধ্যে রয়েছে বড় খানগির (ছিট নং ২৮), বড় খানগির খারিজা (ছিট নং ২৯), বড় খানগির খারিজা গিদালদহ (ছিট নং ৩০) ও নগর জিকা বাড়ী (ছিট নং ৩১) নামের ছিটমহল। এসব ছিটমহলে ৫৪৫ জন অধিবাসী বসবাস করছে (২০১৫ সালের জরিপ মতে)।
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
mktelevision.net/আফরোজ আহমেদ সিদ্দিকী (টুইংকেল)/হাবিব ইফতেখার/শাহিনুর/রফিক/মৌরী