গাইবান্ধা প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন সারা বিশ্বে একটি রোল মডেল হিসেবে উপাধি পাচ্ছে তখন বিএনপির নেত্রী খালেদা জিয়া রোহ্ঙ্গিাদের নিয়ে নানা ধরণের নেতিবাচক মন্তব্য এবং আগামী সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন।এসব কথা বললনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া ।
শুক্রবার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে সাঘাটা কালিমন্দিরে এক আলোচনা অনুষ্ঠানে বর্তমান সরকারের উন্নয়নধারা অব্যাহত রাখতে ,তনিি আগামী নির্বাচনে আওয়ামীলীগকে ভোট দেওয়ার আহবান জানান।
তনিি আরো বলনে, বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ, এখানে জ্ঙ্গী গোষ্ঠীকে সাথে নিয়ে এই সম্প্রীতির বন্ধন ক্ষতি করার অপচেষ্টা কোনভাবেই সফল হবে না ।
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
mktelevision.net/খালেদ হোসেন/হাবিব ইফতেখার/শাহিনুর/রফিক/মৌরী