পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুর পার্বতীপুরে উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দূর্গাকে বিদায় জানালো সনাতন ধর্মাবলম্বীরা।
৩০ সেপ্টেম্বর শনিবার এই বিসর্জনের মাধ্যমে শেষ হলো বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গোৎসব।
২৬ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা শুরু হয়। এরপর যথাক্রমে মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীতে হিন্দু সম্প্রদায়ের হাজার-হাজার নারী-পুরুষ ধর্মীয় নানা আচারাদি ও পূজা-অর্চনার মাধ্যমে দুর্গাদেবীর করুণা প্রার্থনা করেন। দিনাজপুর পার্বতীপুরের পূজা উদযাপন পরিষদের হিসাব অনুযায়ী, পার্বতীপুর উপজেলায় ১৮০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। আজ দশমীর দিনে পূজা সমাপন ও দর্পণ বিসর্জন হয় সকাল ৯টা ৫৮ মিনিটে। পরে বিকালে দেবী দুর্গা ও অন্যান্য দেব-দেবীর বিসর্জন দেয়া হয়।
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
mktelevision.net/এস রহমান/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/রফিক