কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ধ্র“বতারা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্দোগে মায়ানমার আরাকানে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন, হত্যা এবং তাঁদের বসতবাড়িতে অগ্নিসংযোগ করে মায়ানমার ত্যাগে বাধ্য করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেল ৪ টায় ধ্র“বতারা কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি তাজুল ইসলাম সাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ শাকিবের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ধ্র“বতারার সাধারণ সম্পাদক অমিয় প্রাপন চক্রবর্তি অরকন। জেলা ধ্র“বতারার সাধারণ সম্পাদক মেহেরাজ হাসান, জেলা সাংগঠনিক সম্পাদক সায়েম ইব্রাহিম, কোম্পানীগঞ্জ উপজেলা ধ্র“বতারার উপ-পরিচালক (মানবাধিকার কর্মি) বেলায়েত হোসেন বেলাল, প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সাধারণ সম্পাদক হাসান ইমাম রাসেল, উপজেলা মহিলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নাজমা শিপা, চরকাকড়া ইউনিয়ন চেয়ারম্যান সফি উল্লা, চরপারবতি ইউনিয়ন চেয়ারম্যান কামরুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সম্পাদক জাকির হোসেন হৃদয়, চরহাজারী ছাত্রলীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম জাবেদ, ধ্র“বতারার কোম্পানীগঞ্জ শাখার অর্থ সম্পাদক নোমান শিবলুসহ আরো অনেকে।
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
mktelevision.net/হাসান ইমাম রাসেল/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/রফিক