নোয়াখালী (কোম্পানীগঞ্জ) প্রতিনিধি:
সারা দেশের ন্যায় নোয়াখালী কোম্পানীগঞ্জে শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠীবিহীত পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। গেল মঙ্গলবার দেবীর বোধনের মাধ্যমে ষষ্ঠী তিথির সূচনা হয়।
বুধবার সকালে কল্পারম্ভ ও ষষ্ঠীবিহীত পূজার মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু, সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাস। ঢাকের বোল, মন্ত্রপাঠ, কাঁসর ঘণ্টা, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে কেঁপে উঠে প্রতিটি পূজামণ্ডপ।
ইতোমধ্যে শারদীয় এই উৎসবকে কেন্দ্র করে উপজেলার পূজামন্ডপগুলোকে রঙিন সাজে সাজানো হয়েছে। প্রতিটি পূজামন্ডপে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আগামী ৫দিন যাবত চলবে সার্বজনিন এই অনুষ্ঠান।
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
mktelevision.net/হাসান ইমাম রাসেল/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/রফিক