সৌদি আরব ব্যুরো:
সুস্থ্য থাকুন, স্বাস্থ্য সেবা গ্রহন করুন এই স্লোগানকে সামনে রেখে গতকাল সৌদি আরবের ৮৭ তম জাতীয় দিবস উপলক্ষে দিনব্যাপী বাথা এক্সির মেডিক্যাল ক্লিনিকের উদ্যোগে সিটি ফ্লাওয়ার মার্কেটে প্রবাসীদের ফ্রি স্বাস্থ্য সেবা দেওয়া হয়।
ফ্রি স্বাস্থ্য সেবার উদ্বোধন করেন রিয়াদ বাথা এক্সির মেডিক্যাল ক্লিনিকের মার্কেটিং ম্যানেজার মির্জা আশরাফ বেগ। মার্কেটিং এক্সিকিউটিভ মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ের পরিচালনায় উপস্থিত ছিলেন সিটি ফ্লাওয়ার সিনিয়র মার্কেটিং ম্যানেজার দিলহেস নার, ডাক্তার শাহনুর খান, সুমন, হোসাইনসহ আরো অনেকে ।
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
mktelevision.net/মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়/হাবিব ইফতেখার/শাহিনুর/রফিক/মৌরী