লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে জাপান প্রবাসীরা ত্রাণ বিতরণ করে।
সোমবার সকাল ১০ টায় বাউরা উচ্চ বিদ্যালয় মাঠে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, বাউরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বসুনিয়া, বিশিষ্ট সমাজসেবী জাহানারা বেগম, প্রভাষক আঃ রাজ্জাক, আব্দুল মাজেদ বসুনিয়া, আঃ মাজুদ বসুনিয়া, আলিমাল জাকির সুমন, মেহেদী হাসান শুভ, মারুফ-উল-আহসান বসুনিয়া, মিলন হোসেনসহ আরো অনেকে।
বাউরা ইউনিয়নে মোট ৩’শ পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ মোট ৭টি নিত্য প্রয়োজনীয় সামগ্রী সম্বলিত ১৪ টন খাদ্য সামগ্রী বিতরণ ও অসহায় দুস্থদের যাতায়াত ভাড়া বাবদ বিশ টাকা করে প্রদান করা হয়।
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
mktelevision.net/শাহার্রুপ সুমন/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/রফিক