মুন্সীগঞ্জ প্রতিনিধি:
রোহিঙ্গা ইস্যুতে মানবিকতাকে কাজে লাগিয়ে রাজনৈতিক নোংরা খেলা থেকে বিরত থাকুন। বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলামকে উদ্দেশ্য করে এসব কথা বললেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি আরো বলেন, যুদ্ধ করে এ সমস্যা সমাধান করা সম্ভব নয়, আমাদের কূটনৈতিক আলোচনা চলছে, তৎপরতা চলছে মিয়ানমারকে যারা চাপ দিতে পারে। আর্ন্তজাতিক ভাবে জাতিংসঘসহ সবাইকে বারবার তাগিত দেয়া হচ্ছে। এখানে একটা মানবিক বির্পযয় ঘটছে জনজীবনে প্রভাবিত করছে, এই অবস্থা থেকে আমাদের মুক্তি দিক।
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
mktelevision.net/মোঃ সুজন/হাবিব ইফতেখার/শাহিনুর/রফিক/মৌরী