সৌদি আরব ব্যুরো:
প্রবাসী বাংলাদেশীরা ঈদের অনুভুতিকে প্রকাশ করে নিত্যদিনের কর্মের মাধ্যমে। তাই আমাদের ঈদের দেশীয় আমেজ আর প্রবাসীদের ঈদ আমেজ সম্পূর্ণ আলাদা।
সৌদি আরব রিয়াদের শত বছরের পুরাতন বাজার বাথা বাঙালী মার্কেট, মধ্যপ্রাচ্যসহ বাংলাদেশেও ঈদুল আযহা উদযাপিত হলেও প্রবাসের মাটিতে ঈদের ভিন্নতা সমপূর্ণ আলাদা। প্রবাসীরা ঈদের নামাজ আদায় করেই, যে যার কাজে লেগে পড়ে, কাজের মাঝেই কাটে ঈদের আনন্দ, বাংলাদেশে রেখে আসা পরিবার – পরিজনকে ছেড়ে ঈদ করা যে কত কষ্টের তা শুধু প্রবাসীরাই উপলব্ধি করতে পারে।
ধনী-গরীব সব ভেদাভেদ ভূলে সকলে মিলে ঈদের আনন্দ ভাগাভাগী করে নেই।
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
mktelevision.net/জাহাঙ্গীর আলম হৃদয়/হাবিব ইফতেখার/শাহিনুর/রফিক/মৌরী