জেদ্দা (সৌদী আরব) প্রতিনিধি:
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২৪ আগষ্ট জেদ্দাস্থ জাহারান সিটি ক্যাম্পে আয়োজিত অনুষ্ঠানে ফ্রেন্ডস অফ বাংলাদেশ, জেদ্দার সভাপতি মমতাজ হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদিআরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ্। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট জেদ্দার কনসাল জেনারেল এফ, এম বোরহান উদ্দিন, কাজী আমিন আহমেদ, মার্শাল কবির পান্নু, শাহাবুদ্দিন আহাম্মেদ, কাজী নুওফেল, ফজলুল হক ভিকু, আজিজুল হক, ড. আবু আফফান, কাজী নিয়ামুল বশির, ওয়াজিউল্লাহ ও টিপুসহ আরো অনেকে।
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
mktelevision.net/মোহাম্মদ ফিরোজ/হাবিব ইফতেখার/শাহিনুর/রফিক/মৌরী