সৌদি আরব ব্যুরো:
“দেশীয় পণ্য, কিনে হও ধন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে – শুক্রবার সৌদি আরবের প্রাদেশিক অঞ্চল আল গোরাইয়া শহরে বাংলাদেশী তৈরি পোশাকের গুণগত মান তুলে ধরতে এবং প্রবাসীদের কাছে গার্মেন্টস শিল্পকে প্রতিষ্ঠিত করার লক্ষে কটন হাউজের শুভ উদ্বোধন করা হয় ।
কটন হাউজের উদ্বোধন করেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক কাউন্সিলর ডক্টর আবুল হাসান। এই সময় উপস্থিত ছিলেন কটন হাউজের এসপন্সর সৌদি নাগরিক বান্দরবীন নায়েব আল হারতি, বাংলাদেশী ব্যবসায়ী সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম, শামিম, সোহেল, সাংবাদিক জাহাঙ্গীর আলম হৃদয়সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ি ও সামাজিক নেতৃবৃন্দ ।
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
mktelevision.net/মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/রফিক