Home নির্বাচিত খবর ঠাকুরগাঁওয়ে তুলা চাষ বৃদ্ধি, বন্যায় ক্ষতি ৪৫০ বিঘা

ঠাকুরগাঁওয়ে তুলা চাষ বৃদ্ধি, বন্যায় ক্ষতি ৪৫০ বিঘা

112
0

ঠাকুরগাঁও প্রতিনিধি:

গেলবছরে ভালো দাম পাওয়ায় ঠাকুরগাঁও জোনে এবার তুলা চাষ বৃদ্ধি পেয়েছে। তবে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এলাকার কৃষক।

চলতি মৌসুমে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার ২৩ টি উপজেলার দুই হাজার কৃষক ১ হাজার হেক্টর জমিতে তুলার চাষ করেছে। তবে আগস্টের বন্যায় তিন জেলায় সাড়ে ৪শ বিঘা জমির তুলাক্ষেত পানিতে নিমজ্জিত হওয়ায় ক্ষেতগুলো বিনষ্ট হয়েছে।

মরাক্ষেত বাঁচাতে কৃষকরা নিবিড় পরিচর্যা ও চিকিৎসা করছে। কৃষকদের পাশে দাঁড়িয়েছে স্থাণীয় তুলা উন্নয়ন বোর্ড। তুলা উন্নয়ন বোর্ডের ঠাকুরগাঁও জোনের পক্ষে চাষীদের তুলা চাষে উদ্বুদ্ধ করতে বিনা মূল্যে সার বীজ সহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)

mktelevision.net/সোহেল পারভেজ/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/রফিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here