জেদ্দা (সৌদী আরব) প্রতিনিধি :
বিভিন্ন দেশের প্রবাসী ও বাংলাদেশীদের দেশীয় খাবারের স্বাদ, ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের জন্য বাংলাদেশী অধ্যুষিত এলাকায় বাংলাদেশী মালিকানাধীন হোটেল উদ্বোধন করা হয়।
জেদ্দা শহরে আরবাইন রোডে আনন্দ রেস্টুরেন্ট নামে এই হোটেলের উদ্বোধন উপলক্ষে এক নৈশভোজের আয়োজন করেন প্রতিষ্ঠানের পরিচালক মোশাররফ হোসেন ও আবুল বাশার।
এ সময় উপস্থিত ছিলেন সৌদী নাগরিক খালেদ আল হারবী, আব্দুর রহমান আল হারবী, শাদ আল হারবী। এছাড়াও জেদ্দার কমিউনিটি প্রবাসী ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল জলিল ব্যপারী, কাজী আমিন আহমেদ, শাহ আলম, ইউসুফ মোহাম্মদ ফরাইজী, ফজলুল হক দিপু, শাজ্জাদুল আলম দিপু, দেলোয়ার সরকার, মিজানুর রহমান ও শফিকসহ প্রবাসী বাংলাদেশী, অন্যান্য দেশের বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী ব্যক্তিবর্গ।
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
mktelevision.net/মোহাম্মদফিরোজ /হাবিব ইফতেখার/ শাহিনুর/রফিক/মৌরী