ঘোড়াঘাট প্রতিনিধিঃ
দিনাজপুর শহরে বন্যার পানি কমলেও ঘোড়াঘাটে বন্যার পানি দিনদিন বৃদ্ধি পাওয়ায় বানভাসি মানুষের দুঃখ দুর্দশা এখনো কমেনি।
পলাশবাড়ী চেরেঙ্গা নামক স্থানে করতোয়া নদীর বাধ ভেঙ্গে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ২০ গ্রামের লোকজন পানি বন্দী হয়ে পরেছে। পানিবন্দী গবাদীপশু নিয়ে অনাহারে মানবেতর জীবন যাপন করছে। বানভাসি মানুষেরা ৯টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার টি এম মমিন বানভাসি মানুষের মাঝে চিরা-মুরি ও খিচুরি বিতরন করেন।
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
mktelevision.net/মোঃ সামসুল ইসলাম সামু/হাবিব ইফতেখার/শাহিনুর/রফিক/মৌরী